*******************
নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুমিনের
ব্যাপারটা আশ্চর্যজনক। তার
পক্ষে তার সবকিছুই মঙ্গল। মুমিন
ছাড়া অন্য কারও অবস্থা সেরকম নয়।
তার সুখ-স্বাচ্ছন্দ্য দেখা দিলে শুকর
আদায় করে যা তার পক্ষে মঙ্গল
আবার যদি দুঃখ-কষ্ট দেখা দেয়, সবর
করে, এটাও তার পক্ষে মঙ্গল।
[সহীহ মুসলিম, হাদীস:২৯৯৯]