নূরে মোজাসসাম মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি আলাইহি ওয়া সাল্লাম- এর সর্বশ্রেষ্ঠ উম্মত মুসলিম জাহানের প্রথম খলীফা আমিরুল মু'মিনীন হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লা-হু আনহু । উনার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি । উনি ছিলেন রাসুল সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রায় সার্বক্ষনিক সঙ্গী । নিজের জীবনের সর্বস্ব রাসুলের জন্য বিলিয়ে দিতে তিনি ছিলেন সদা প্রস্তুত । নবী প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন এ মহান সাহাবী ।
নবী করীম সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম যখন কাফিরদের ষড়যন্ত্রে মক্কা থেকে মদীনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হন তখন সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লা-হু আনহু । যাত্রাপথে যখন তারা সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করেন তখন নবীজীর ঘুমের ব্যাঘাত ঘটবে বলে উনাকে না বলে নিজ পা দিয়ে সাপের গর্ত ঢেকে রেখেছিলেন । আর সাপ এসে তাকে দংশন করে । পরবর্তীতে নবীজীর লালা মোবারক তার পায়ে লাগিয়ে দিলে তিনি আরোগ্য লাভ করেন ।
একবার এক যুদ্ধের প্রাক্কালে নবীজী সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তোমরা যা পারো সাহায্য করো । অনেক সাহাবীই তাদের পক্ষ থেকে অনেক কিছু নিয়ে এসেছিলেন । হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লা-হু আনহু একটি ঝোলার মধ্যে কিছু নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, আমার কাছে যা ছিল তাই নিয়ে এসেছি । নবী করীম সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি নিজ ঘরের জন্যে কি রেখে এসেছ ? সিদ্দিকে আকবর জবাবে বললেন, আমি আল্লা-হ এবং তার রাসুল- কে রেখে এসেছি ।
মুসলিম জাহানের প্রথম খলীফার দায়িত্ব পালনকালে ২১শে জমাদিউস সানি আবু লুলু নামক পাপিষ্ঠ আততায়ীর হাতে শাহাদাতবরণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লা-হু আনহু ।
উনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম । উনার (রাদ্বিঃ) জীবনী সংক্রান্ত চমৎকার একটি কিতাব "সিদ্দীকশ্রেষ্ঠ" ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
http://www.mediafire.com/
আল্লা-হ আমাদের সবাইকে উনার প্রতি ভালবাসা দান করুন এবং উনাকে অনুসরণ করার তাওফিক দান করুন । আ-মী-ন ।