NOTICE:- ------------------ ----------------- ---------------------------

পাগড়ি ফেরেশতাদের পোশাক ও তাঁদের পরিচিতি

হযরত ওবাদা ইবনে সামেত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা পাগড়ি বাঁধ। কেননা পাগড়ি ফেরেশতাদের পোশাক ও তাঁদের পরিচিতি। আর পাগড়ির শামলা পিঠের দিকে ছেড়ে দিবে। (মেশকাত শরীফ ৩৭৭ পৃ.)
হযরত রোকানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরের মধ্যে পার্থক্য হল টুপির উপর পাগড়ি পরা। (তিরমিজী শরীফ ১খ. ৩০৮ পৃ.)
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পাগড়ি পরতেন তখন শামলা পিঠের দিকে ছেড়ে দিতেন। (মেশকাত শরীফ ৩৭৪ পৃ.)
হযরত আব্দুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাথায় পাগড়ি বেঁধে একটা শামলা পিছন দিকে ছেড়ে দিলেন এবং অন্যটা সামনের দিকে ছেড়ে দিলেন। (মেশকাত শরীফ ৩৭৪ পৃ.)
হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, পাগড়ি আরবদের মুকুট স্বরূপ ও তাদের সম্মানী পোশাক। যখন থেকে আরবরা পাগড়ি পরা ছেড়ে দিয়েছে তখন থেকে তাদের সম্মান চলে গেছে। (মেরকাত ৮ খ. ২১৫ পৃ.)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মত পরিপূর্ণভাবে দ্বীনের উপর ততক্ষণ থাকবে যতক্ষণ তাঁরা টুপির উপর পাগড়ি পরবে। (কানঝুল উম্মাল ১৫ খ. ৩০৮ পৃ.)
হযরত জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথায় কালো পাগড়ি ছিল। হযরত হুরাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, খোতবা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালো পাগড়ি পরা ছিল।