NOTICE:- ------------------ ----------------- ---------------------------

ছাগলের গোশত কথা বলে........


আবু নঈম (রহঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ থেকে বর্ণনা করেন,রাসূল (দ.) বদর যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তায় এক ইহুদী মহিলার সাক্ষাত হল যার মাথায় খাবার বর্তন ছিল।তাতে ভূনা ছাগলের মাংস ছিল।এ সময় রাসূল (দ.) ক্ষুধার্ত ছিলেন।মহিলা বলল আলহামদুলিল্লাহ,হে মুহাম্মদ! আমি মান্নত করেছি যে,আপনি যদি সহি সালামতে ফেরত আসেন তবে এই ছাগল যবেহ করে ভূনা করে আপনাকে খাওয়াবো।

অতঃপর আল্লাহ তা'আলা ঐ ছাগলের গোশতে বাক শক্তি দান করলেন ফলে সেই গোশত স্পষ্ট ভায় বলছিল,হে মুহাম্মদ(দ.)!আপনি খাবেন না।আমি বিষ মিশ্রিত।
[হুজ্জাতুল্লাহি আলাল আলামীন,১ম খন্ড,পৃ-৭১৮]