NOTICE:- ------------------ ----------------- ---------------------------

63. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন হোসাইন কারবালা ময়দানে শহীদ হবেন



উম্মুল মুমেনীন হযরত আয়েশা সিদ্দীকা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, “আমাকে জিব্রাঈল আমীন (আলাইহিস সালাম) সংবাদ দিলেন যে, আমার পরে আমার বেটা হোসাইনকে ‘তফ’ (কারবালা) জমীনে কতল করা হবে । জিব্রাঈল আমার নিকট (ঐ জমিনের) এ মাটি নিয়ে এসেছেন। আর তিনি এও সংবাদ দিলেন যে, ওখানেই তার অন্তিম শয্যা (অর্থাৎ সমাধি) হবে।

[সওয়ায়েকে মুহরেকা- ১৯০ পৃষ্ঠা, সিররুশ শাহাদাইন- ২৪ পৃষ্ঠা, খাছায়েছে কুবরা- ২য় খন্ড, ১২৫ পৃষ্ঠা]

# রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম আরও অনেক কিছু বলে গেছেন। সেই সম্পর্কে জানতে নিচের লিঙ্ক থেকে কিতাবটি ডাউনলোড করে পড়ুন
http://www.mediafire.com/?545mi6dd8l5je83

# ঐতিহাসিক কারবালার স্মৃতি বিজরিত মর্মান্তিক ঘটনা নিয়ে খতিবে করাচি আল্লামা শফি উকারভি (রাহমাতুল্লাহি আলাইহি) কর্তৃক রচিত অদ্বিতীয় কিতাব "শামে কারবালা" যার প্রথম অংশ আজ শেয়ার করা হলো।
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?t0pv9jjtxz932ba