NOTICE:- ------------------ ----------------- ---------------------------

13. ঈমানের যে শাখাটি অধিক মজবুত



হযরত আবুদল্লাহ বিন আব্বাস (রাঃ) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার (রাঃ) কে বলিলেন হে আবু যার! ঈমানের কোন শাখাটি অধিক মজবুত ?

তিনি বলিলেনঃ আল্লাহ ও তাঁহার রাসূলই অধিক অবগত। তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে বন্ধুত্ব স্থাপন করা এবং শুধুমাত্র আল্লাহর খুশীর জন্য কাহাকেও ভালবাসা এবং তাঁহার খুশীর জন্যই কাহাকেও ঘৃণা করা।
[বায়হাকী তাঁহার শেয়াবুল ঈমান গ্রন্থ বর্ণনা করিয়াছেন।]