হযরত
বারাঃ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি সূরা কাহফ তিলাওয়াত
করছিল। আর দু-গাছি পাকানো দড়ি দিয়ে একটি ঘোড়া তার কাছে বাধাঁ ছিল। সে সময়
এক খন্ড মেঘ এসে তাকে আচ্ছাদিত করে ফেলল এবং তা চক্কর দিতে লাগল ও
নিকটবর্তী হতে লাগল। তার ঘোড়াটি সে কারণে ভয় পাচ্ছিল। ভোর হলে লোকটি নাবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকটে এসে বিষয়টি আলোচনা করল। তখন তিনি
বললেন, ও হল সাকীনা-প্রশান্তি (এবং ফিরিশতা) যা কুরআন তিলাওয়াতের কারণে
অবর্তীর্ণ হয়েছিল।
{সহীহ মুসলিম- ১৭২৯}
{সহীহ মুসলিম- ১৭২৯}