NOTICE:- ------------------ ----------------- ---------------------------

15. ১২ই রবিউল আউয়াল কি মিলাদুন্নবী, না ওফাতুন্নবী


* ১২ই রবিউল আউয়াল শরীফ কি বিশ্বনবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবসও?

ණ নবী করীম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত শরীফের তারিখ সম্পর্কে সাহাবা কেরাম থেকে চার ধরনের অভিমত বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে । যেমন-
রেওয়াত-১. ১২ রবিউল আউয়াল । এটা হযরত আয়েশা ও হযরত ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুমা) থেকে বর্ণিত ।
রেওয়াত-২. ১০ রবিউল আওয়াল । এটা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত ।
রেওয়াত-৩. ১৫ রবিউল আউয়াল । এটা হযরত আসমা বিনতে আবী বকর রাদ্বিয়াল্লাহু তাআলা আনহুমা খেকে বর্ণিত ।
রেওয়াত-৪. ১১ রমজান । এটা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ।
[সূত্রঃ রেওয়াত ১ ও ২ প্রসিদ্ধ কিতাব 'আল-বিদায়াহ' ওয়ান নিহায়াহ'র ৫ম খণ্ডঃ ২৫৬ পৃঃ , আর রেওয়াত ৩ ও ৪ ওয়াফা আল- ওয়াফা ১ম খণ্ডঃ ৩১৮ পৃঃ]
পর্যালোচনাঃ
উল্লিখিত প্রথম রেওয়াত, যাতে নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবস ১২ রবিউল আউয়াল বলে উল্লেখ করা হয়েছে, সেটার সনদ বর্ননাকারীদের মধ্যে মুহাম্মদ ইবনে ওমর আল ওয়াক্বেদী নামক একজন বর্ণনাকারী (রাভী) রয়েছেন । তাঁর সম্পর্কে ইমাম ইসহাক্ব ইবনে রাহওয়াইহ, ইমাম
আলী ইবনে মদীনী, ইমাম আবু হাতেম আল-রাযী এবং ইমাম নাসাঈ সর্বসম্মতভাবে বলেছেন, 'ওয়াক্বেদী নিজ থেকেই হাদীস সমূহ রচনা করে নিতো ।'
ইমাম ইয়াহিয়া ইবনে মুঈন বলেছেন, 'ওয়াক্বেদী সেক্বাহ নয় অর্থাত্‍ নির্ভরযোগ্য নয় ।'
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, 'ওয়াক্বেদী কাযযাব (অর্থাৎ‍ মিথ্যাবাদী) হাদীসমূহে পরিবর্তন করে ফেলতো ।'
ইমাম বোখারী ও আবু হাতেম রাযী বলেছেন, 'ওয়চক্বেদী মাতরুক (অর্থাৎ পরিত্যক্ত) ।'
মুররাহ বলেছেন, 'ওয়াক্বেদীর হাদীস লিপিবদ্ধ করার উপযোগী নয় ।'
ইবনে আদী বলেছেন, 'ওয়াক্বেদীর হাদীসগুলো তাহরীফ (মনগড়া লিখিত হওয়া) থেকে মুক্ত নয় ।'
যাহাবী বলেছেন, 'ওয়াক্বেদী অত্যন্ত দুর্বল (রাভী) হওয়ার উপর গবেষক, অনুসন্ধিত্সু ও প্রসিদ্ধ সমালোচক ইমামদের ইজমা (ঐক্যমত) প্রতিষ্ঠিত হয়েছে ।'
[সূত্রঃ মীযানুল ই'তিদাল ২য় খণ্ডঃ ৪২৫-৪২৬ পৃঃ]
(চলবে)