NOTICE:- ------------------ ----------------- ---------------------------

60. ফরজ অবশ্য পালনীয় ফরজ বাদ দেবার কোন উপায় নেই কিন্তু নফল আল্লাহর সান্নিধ্য লাভে সহায়ক

ফরজ অবশ্য পালনীয় ফরজ বাদ দেবার কোন উপায় নেই কিন্তু নফল আল্লাহর সান্নিধ্য লাভে সহায়ক

আবূ হোরায়রা (রা) হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ্ বলেন: “যে ব্যক্তি আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি যা কিছু আমার বান্দার উপর ফরয করেছি কেবল তা দ্বারাই কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দাহ্ সর্বদা নফল এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাঁকে আমার এমন প্রিয়পাত্র বানিয়ে নেই যে, আমি তাঁর কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তাঁর চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তাঁর হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে এবং তাঁর পা হয়ে যাই যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাঁকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাঁকে অবশ্যই আশ্রয় দেই। আমি কোন কাজ করতে চাইলে তা করতে দ্বিধা করিনা, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাঁর বেচে থাকাকে অপছন্দ করি। [বুখারী: ৬৫০২, ই ফা ৬০৫৮]

সুবহানাল্লাহ! আল্লাহ আমাদেরকে বেশি বেশি নফল ইবাদাত পালনের তৌফিক দিন। আমীন!

সৌজন্যেঃ সহীহ আক্বীদা ও ঈমান (ডঃ আব্দুল বাতেন মিয়াজী) পোস্টটি ভাল লেগে থাকলে শেয়ার করুণ।