NOTICE:- ------------------ ----------------- ---------------------------

49. নিয়মিত নামায আদায় কেন করবেন ?

নিয়মিত নামায আদায় কেন করবেন ?

উত্তরটি জানতে চাইলে নিচের হাদিসটি পড়ুন-
নবী (সা) বলেন, "বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহ নিয়ে এসে তার মাথায় ও দুই কাঁধে রাখা হয়। যতবারই সে রুকু অথবা সিজদা করে, ততবারই তার থেকে গুনাহ ঝরে পড়তে থাকে।"
সুবহানাল্লাহ
[বায়হাক্বী, সুনানুল কুবরা ৩/১৬]

এরপরেও কি আপনি সালাতে আসবেন না ?

তাই আসুন আমরা প্রতিঙ্গাবদ্ধ হই যে, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করবো ।