হযরত আমর ইবনে আখতব আল আনসারি (রাঃ) হতে বলেন, হযরত রাসূলে আকরাম আলাইহিস সালাম একদা আমাদের সংগে ফজরের ছালাত আদায় করিলেন অতঃপর মিম্বরে উঠিয়া সূদীর্ঘ ভাষন দিতে শুরু করিলেন|শেষ পর্যন্ত যোহরের ওয়াক্ত হইলে তশরিফ নামাইলেন এবং যোহরের সালাত আদায় করিলেন|পুনরায় মিম্বরে উঠিয়া আসর পর্যন্ত ভাষন দান করিলেন|আসরের সালাত আদায় করিয়া পুনরায় মিম্বরে উঠিয়া সূর্যাস্ত পর্যন্ত ভাষন দান করিলেন|এই সূদীর্ঘ ভাষনে কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব খবর আমাদেরকে তিঁনি দিলেন|
(মুসলিম শরীফের বরাতে মিশকাত শরীফ,পৃঃ ৫৪৩)
সুবহান আল্লাহ!!! এরকম আরও জানিতে নিচের লিঙ্ক থেকে দুটি কিতাব ডাউনলোড করে পড়ুন
১. http://www.mediafire.com/
২. http://www.mediafire.com/