NOTICE:- ------------------ ----------------- ---------------------------

11. নবীর সম্মানে দাঁড়ানো সাহাবায়ে কেরামের সুন্নাত

>>নবীর সম্মানে দাঁড়ানো সাহাবায়ে কেরামের সুন্নাত<<

হযরত আবু হোরায়রা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিতঃ হুজুর পাক ِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ُ আমাদের নিয়ে মসজিদ ্নববীতে হাদিস শোনাতেন। হাদিস বর্ননা শেষে তিনি দাঁড়ালে আমরাও তার সম্মানার্থে আদবের সঙ্গে ভক্তি সহকারে দাঁড়িয়ে থাকতাম। হুজুর পাক ِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ُ তার কোন না কোন হুজরার ভেতর দাখিল হওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। এতে বুঝা যায় হুজুরের তাজিমার্থে দন্ডায়মান থাকা হুজুর পাকের সমর্থন রয়েছে এবং সাহাবায়ে কেরামও এ তাজিম করতেন। হুজুরের তাজিমার্থে সাহাবাগন প্রায়ই দণ্ডায়মান হতেন।
________ মেশকাত শরীফ।