NOTICE:- ------------------ ----------------- ---------------------------

28. হাদীসে কুদসী শরীফে ইরশাদ হয়েছে ------

হাদীসে কুদসী শরীফে ইরশাদ হয়েছে,-
كنت كنزا مخفيا فاحببت ان اعرف فخلقت الخلقت لاعرف

অর্থ: আল্লাহ পাক বলেন,আমি গুপ্ত ছিলাম। আমার মুহব্বত হলো যে, আমি জাহির/প্রকাশিত হই। তখন আমি আমার ( রুবুবিয়্যত) জাহির করার জন্য সৃষ্টি করলাম মাখলুকাত ( হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে) ।"
দলীল-
√ আল মাকাসিদুল হাসানা ৮৩৮
√ কাশফুল খিফা ২০১৩
√ আসনাল মুত্বলিব ১১১০
√ তমীযুত ত্বীব ১০৪৫
√ আসরারুল মরফুয়া ৩৩৫
√ তানযিয়াতুশ শরীয়া ১/১৪৮
√ আদ্দুরুল মুন্তাসিরা ৩৩০
√ আত তাযকিরা ফি আহাদীসিল মুশতাহিরা ১৩৬
√ কানযুল উম্মাল।

আল্লাহ পাক ইরশাদ করেন-
لولاك لما اظهرت الربوبية

অর্থ : হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনাকে সৃষ্টির উদ্দেশ্যে না থাকলে আমি রুবুবিয়্যাতই প্রকাশ করতাম না।"
দলীল-
√ কানযুল উম্মাল

হাদীস শরীফে আরো বর্নিত আছে--
عن ابن اباس رضي الله عنهما انه قال قال رسول الله صلي عليه و سلم اتاني جبريل عليه السلام فقال يا رسول الله صلي عليه و سلم لولاك ما خلقت الجنة ولولاك ما خلقت النار

অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহুমা হতে বর্নিত, নিশ্চয়ই হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরীল আলাইহিস সালাম আমার নিকট আগমন করে বলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ পাক তিনি আমাকে এই বলে পাঠিয়েছেন যে, আপনি যদি না হতেন তবে আমি জান্নাত ও জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না। "
দলীল-
√ কানযুল উম্মাল- হাদীস ৩২০২২
√ দয়লামী শরীফ ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শান নিয়ে আরও জানতে নিচের লিঙ্ক থেকে কুর'আন ও সহীহ হাদীস ভিত্তিক দুটি কিতাবটি ডাউন করে পড়ুন
1. http://www.mediafire.com/?n6ixbsfm0jxe68f
2. http://www.mediafire.com/?e2wazadvqoln4so