NOTICE:- ------------------ ----------------- ---------------------------

08. আল্লাহ যাকে মালিক বানাইছেন তার কাছেও আমরা চাই



=> হযরত ওক্ববাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হুযূর সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন- “নিশ্চয় আমাকে পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবিগুচ্ছ দেওয়া হয়েছে।”

-[বোখারী শরীফ ২য় খণ্ড ৫৫৮ পৃঃ, মুসলিম শরীফ ২য় খণ্ড ২৫০ পৃঃ]

=> হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হুযূর সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন- “আমাকে যমীনের সমস্ত ধনভাণ্ডার দেওয়া হয়েছে।”

-[বোখারী শরীফ ২য় খণ্ড ১০৪২ পৃঃ, মুসলিম শরীফ ২য় খণ্ড ২৪৪]

=> হযরত জাবির রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হুযূর সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন- “আমাকে সমস্ত দুনিয়ার চাবিগুচ্ছ দেওয়া হয়েছে। হযরত জিব্রাঈল আমীন আলায়হিস সালাম সেগুলোকে সাদা-কালো (মিশ্রিত) রঙের ঘোড়ার উপর রেখে আমার নিকট এনেছে, আর (তখন) ওই চাবিগুচ্ছ উপর রেশমী চাদর স্থাপিত ছিল।”

-[খাসাইসে কুবরা ২য় খণ্ড ১৯৫ পৃঃ, যারক্বানী আলাল মাওয়াহিব ৮ম খণ্ড ১২৬০ পৃঃ, সিরাজুম মুনীর ১ম খণ্ড ৪৩ পৃঃ]

প্রিয় নবীকে দেওয়া আল্লাহর সেই ধনভাণ্ডার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জনতা নবীর কাছে চাই। নবী নিজ থেকে কিছু দেন না। নবী দেয় আল্লাহর ভাণ্ডার থেকে। আর আল্লাহ দেয় নিজ ভাণ্ডার থেকে। এতে যারা শিরকের গন্ধ পাই তারা বড্ড মূর্খ। আল্লাহ আমাদের এই সমস্ত বাতেলদের থেকে হেফাজত করুক।