যরত
আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, তুমি বল, অর্থ
“হে আল্লাহ্। আমাকে হিদায়াত দান কর এবং আমাকে সরল পথে রেখ।”
অপর এক বর্ণনায় রয়েছে অর্থ “হে আল্লাহ্! আমি তোমার কাছে হিদায়াত ও সোজা পথের সন্ধান চাই।”
[দুআ করার ফযীলত অধ্যায় :: রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৭ :: হাদিস ১৪৭৩]
অপর এক বর্ণনায় রয়েছে অর্থ “হে আল্লাহ্! আমি তোমার কাছে হিদায়াত ও সোজা পথের সন্ধান চাই।”
[দুআ করার ফযীলত অধ্যায় :: রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৭ :: হাদিস ১৪৭৩]