NOTICE:- ------------------ ----------------- ---------------------------

"তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ তাবারকা ওয়া তায়ালা জান্নাতকে হারাম করে দিয়েছেন।


ইরশাদ মুবারক হয়েছে-

عن عبد الله بن عمر رضي الله عنه ان رسول الله صلي الله عليه و سلم قال ثلاثة قد حرم الله تبارك وتعالي عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في اهله الخبث

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমার রদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্নিত, নিশ্চয়ই হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, "তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ তাবারকা ওয়া তায়ালা জান্নাতকে হারাম করে দিয়েছেন।
(১) মদ পানকারী।
(২) পিতামাতার অবাধ্য সন্তান।
(৩) দাইয়্যুছ (যে নিজে বেপর্দা হয় এবং অধিনস্ত দের বেপর্দা রাখে) যে তার পরিবারে অশ্লীলতা ছড়িয়ে রাখে।"

দলীল-
√ মুসনাদে আহমদ ২য় খন্ড ১২৮ পৃষ্ঠা।

√ নাসায়ী শরীফ কিতাবুয যাকাত বাব নং ৬৯।

অপর একটি বর্ননায় এসেছে-

হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, "তিন প্রকারের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং আল্লাহ পাক তাদের দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না।
(১) পিতা মাতার অবাধ্য সন্তান।
(২) পুরুষের ছূরত ধারনকারী মহিলা।
(৩) দাইয়ূছ অর্থাৎ যে নিজে পর্দা করে না অধিনস্তদের পর্দা করায় না।"

দলীল-
√ মুসনাদে আহমদ ২য় খন্ড ১৩৪ পৃষ্ঠা।

√ নাসায়ী শরীফ কিতাবুয যাকাত ৬৯ নং বাব।

সূতরাং উক্ত হাদীস শরীফদ্বয় থেকে বোঝা গেল, মদ পানকারী, পিতা মাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ভূষা আকৃতি ধারনকারী মহিলা ছাড়াও আরো এক শ্রেণীর লোক জান্নাতে ঢুকতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে তারা হচ্ছে "দাইয়ূছ"। দাইয়ূছ হচ্ছে ব্যক্তি নিজে পর্দা করে না এবং তার পরিবার এবং অধিনস্ত দের পর্দা করায় না।
তাই এখনি সময় তওবা করা, এবং সকল বেপর্দা থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।
আমীন !!!