NOTICE:- ------------------ ----------------- ---------------------------

164. আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমাকে প্রথম তিন জান্নাতীকে এবং প্রথম তিন জাহান্নামীকে দেখানো হয়েছে।

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমাকে প্রথম তিন জান্নাতীকে এবং প্রথম তিন জাহান্নামীকে দেখানো হয়েছে।

প্রথম তিন জান্নাতী হলঃ
১) শহীদ। যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দিয়েছে।
২)ক্রীতদাস। যে দুনিয়ায় মনিবের দাসত্বের শৃংখলে আবদ্ধ থাকা স্বত্বেও কখনো আল্লাহর ইবাদাত-বন্দেগী থেকে বিরত থাকেনি।
৩) দুর্বল ও দরিদ্র অধিক সন্তান-সন্তুতির পিতা। যে নিজ অবস্থায় সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও ধৈর্যশীল রয়েছে।

প্রথম তিন জাহান্নামী হলোঃ
১) অত্যাচারী শাসক।
২)অধিক সম্পদশালী ব্যক্তি, যে যাকাত প্রদান করে না।
৩) অহংকারী দরিদ্র ব্যক্তি, যে দারিদ্র্য ও নিঃস্বতা সত্ত্বেও অহংকার ত্যাগ করে না।

>>তিরিমিযী, মুসনাদে আহমাদ<<