হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণ
ছিল উজ্জ্বল, তাঁর ঘাম ছিল মুক্তার ন্যায়। তিনি সামনের দিকে ঝুকে
হাঁটতেন। তাঁর হাতের চেয়ে অধিক কোমল কোন রেশম আমি স্পর্শ করিনি। তাঁর
সুঘ্রাণের চেয়ে অধিক সুগন্ধি কোন মেশক-আম্বরেও আমি পাইনি।
{সহীহ মুসলিম-২৩৩০,মুসনাদ আহমাদ-১৩৪৩৯}
হে আল্লাহ্! ! যারা তোমার প্রিয় হাবীবকে নিয়ে কুটক্তি করে, ব্যঙ্গ করে এবং তাদের যারা সমর্থন করে, তাদেরকে তুমি হেদায়েত দান কর। যদি হেদায়েত না থাকে তাহলে এমন শাস্তি দাও যাতে তারা কখনো এমন কাজ করার সাহস না পায়। আমীন, ইয়া রাব্বাল আলামীন।
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
{সহীহ মুসলিম-২৩৩০,মুসনাদ আহমাদ-১৩৪৩৯}
হে আল্লাহ্! ! যারা তোমার প্রিয় হাবীবকে নিয়ে কুটক্তি করে, ব্যঙ্গ করে এবং তাদের যারা সমর্থন করে, তাদেরকে তুমি হেদায়েত দান কর। যদি হেদায়েত না থাকে তাহলে এমন শাস্তি দাও যাতে তারা কখনো এমন কাজ করার সাহস না পায়। আমীন, ইয়া রাব্বাল আলামীন।
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।