@@ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ডাকে খেজুর গাছ ও সাড়া দেয়, আর আমরা? @@
হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত,
আমি মদীনার এক ইহুদীর কাছ থেকে করয নিতাম। এক বছর আমার বাগানে খেজুরের ফলন খুবই কম হল। যার কারণে ওই ইহুদীর করয আদায় করতে পারছিলাম না।
এভাবে একটি বছর অতিক্রান্ত হয়ে গেল। বাগানে নতুন ফল এল। তখন সে আমাকে করয আদায় করার জন্য তাগাদা দিল। কিন্তু ঘটনাক্রমে সে বছরও ফসল কম হয়েছিল। আমি পরবর্তী ফসল পর্যন্ত সময় চাইলাম। কিন্তু সে সম্মত হল না। আমি পুরা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলাম।
তখন তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে সেই ইহুদীর বাড়িতে গেলেন এবং তাকে কয়েকবার বোঝালেন। কিন্তু সে কিছুতেই সম্মত হল না। অবশেষে তিনি জাবির (রাঃ)-এর বাগানের বৃক্ষরাজির মাঝে দাঁড়িয়ে বলতে লাগলেন, খেজুর দিতে শুরু কর এবং দেখতে দেখতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই পরিমাণ খেজুর বের হল যে, ইহুদীর করয আদায় হয়েও অনেক থেকে গেল।
-সহীহ বুখারী, হাদীস : ২১২৭
হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত,
আমি মদীনার এক ইহুদীর কাছ থেকে করয নিতাম। এক বছর আমার বাগানে খেজুরের ফলন খুবই কম হল। যার কারণে ওই ইহুদীর করয আদায় করতে পারছিলাম না।
এভাবে একটি বছর অতিক্রান্ত হয়ে গেল। বাগানে নতুন ফল এল। তখন সে আমাকে করয আদায় করার জন্য তাগাদা দিল। কিন্তু ঘটনাক্রমে সে বছরও ফসল কম হয়েছিল। আমি পরবর্তী ফসল পর্যন্ত সময় চাইলাম। কিন্তু সে সম্মত হল না। আমি পুরা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলাম।
তখন তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে সেই ইহুদীর বাড়িতে গেলেন এবং তাকে কয়েকবার বোঝালেন। কিন্তু সে কিছুতেই সম্মত হল না। অবশেষে তিনি জাবির (রাঃ)-এর বাগানের বৃক্ষরাজির মাঝে দাঁড়িয়ে বলতে লাগলেন, খেজুর দিতে শুরু কর এবং দেখতে দেখতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই পরিমাণ খেজুর বের হল যে, ইহুদীর করয আদায় হয়েও অনেক থেকে গেল।
-সহীহ বুখারী, হাদীস : ২১২৭