NOTICE:- ------------------ ----------------- ---------------------------

160.সালাত আদায়ের গুরুত্ব

★★সালাত আদায়ের গুরুত্ব★★

♣♣মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরান কারিমে ইরশাদ করেন,,,

→ মু'মিনদেরকে বল সালাত কায়েম করতে।[সূরা ইবরাহীম-৩১]

→বিশুদ্ধ চিত্তে তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় কর,সালাত কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়োনা।[সূরা রুম-৩১]

→দুর্ভোগ সেই সালাত আদায় কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীতন, যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস সাহায্যদানে বিরত থাকে।[সূরা মাউন-৪-৭]

♣♣ রাসুল (ﷺ)  হাদিস শরিফে ইরশাদ করেন,,,

→সালাত ইসলামের প্রথম ইবাদত যা মিরাজের রাতে ফরজ করা হয়। [মুসলিম/৩০৮]

→আমাদের ও কাফিরদের মধ্যে পার্থক্যকারী হল সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরী করলো। [মুসলিম/১৫০, ইবৃনমাযাহ/১০৭৯]

→কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে।[নাসাই/৪৬৯, ইবৃনে মাযাহ/১৪২৬]

→আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা, মাতা-পিতার সাথে ভাল ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। [বুখারী-৫০০]

{তাই আসুন আমরা সকলে দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি। কারন যে ব্যাক্তি সালাত পরে না সে কাফির অর্থাত্‍ আল্লাহর আবাধ্য এবং আল্লাহর অবধ্যতার পরিনাম খুবই ভয়াবহ}

{আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন}

@[381302795306196:274:আহলে সুন্নাত ওয়াল জামায়াত - চান্দিনা, কুমিল্লা]★★সালাত আদায়ের গুরুত্ব★★

♣♣মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরান কারিমে ইরশাদ করেন,,,

→ মু'মিনদেরকে বল সালাত কায়েম করতে।[সূরা ইবরাহীম-৩১]

→বিশুদ্ধ চিত্তে তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় কর,সালাত কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়োনা।[সূরা রুম-৩১]

→দুর্ভোগ সেই সালাত আদায় কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীতন, যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস সাহায্যদানে বিরত থাকে।[সূরা মাউন-৪-৭]

♣♣ রাসুল (ﷺ) হাদিস শরিফে ইরশাদ করেন,,,

→সালাত ইসলামের প্রথম ইবাদত যা মিরাজের রাতে ফরজ করা হয়। [মুসলিম/৩০৮]

→আমাদের ও কাফিরদের মধ্যে পার্থক্যকারী হল সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরী করলো। [মুসলিম/১৫০, ইবৃনমাযাহ/১০৭৯]

→কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে।[নাসাই/৪৬৯, ইবৃনে মাযাহ/১৪২৬]

→আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা, মাতা-পিতার সাথে ভাল ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। [বুখারী-৫০০]

{তাই আসুন আমরা সকলে দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি। কারন যে ব্যাক্তি সালাত পরে না সে কাফির অর্থাত্‍ আল্লাহর আবাধ্য এবং আল্লাহর অবধ্যতার পরিনাম খুবই ভয়াবহ}

{আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন}