হযরত আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, “হুজুর নবীয়ে আকরাম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের বর্ণনা দিলেন, যা তাঁর উম্মতের মধ্যে সৃষ্টি হবে । তাদের আত্নপ্রকাশ তখনই হবে, যখন মানুষের মধ্যে মতানৈক্য ও ফিরকার উদ্ভব হবে । তাদের নিদর্শন হবে মাথা মুন্ডানো । আর তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে ।”
[মুসলিম শরীফঃ আস সহীহ, কিতাবুয যাকাত, ২/৭৪৫, হাদিস নং- ১০৬৫]