NOTICE:- ------------------ ----------------- ---------------------------

আমরা ওলী আল্লাহ উনাদের শান মান আলোচনা করলে, উনাদের মাধ্যমে সাহায্য কামনা করলে কিছু মানুষ কুফর শিরকের গরম ফতোয়া উদগীরন করে।


  ওলী আল্লাহ উনাদের ক্ষমতা অস্বীকার করে। তারা বলে, ওলী আল্লাহদের কোন কিছু করার ক্ষমতা নেই ইত্যাদি। আসুন আমরা দেখি , পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে ওলী আল্লাহ উনার ক্ষমতা সম্পর্কে কি বর্ননা করেছেন।

তাসাউফের একটা স্তর বর্ননা করতে গিয়ে লিখেন,

"এ স্তরে উপনিত হয়ে বান্দা খোদার প্রতিনিধি রুপে খোদার পথের যাত্রীদের ঐস্তরে পৌঁছান। এবং বাহ্যিক ভাবে বান্দা থাকলেও বাতেনী জগতে খোদা হয়ে যান। একেই বলা হয় বরযাখুল -বারাযিখ। এখানে সম্ভাব্য এবং অপরিহার্যতা সকল কিছুই এখানে সমান।
এই স্তরে পৌঁছে আরিফ ব্যক্তি সমস্ত জগৎ নিয়ন্ত্রন করার ক্ষেত্রে সক্রিয় ভুমিকা পালন কারী হয়ে যান। ""

দলীল--
√ জিয়াউল কুলুব - ২৯ পৃষ্ঠা ![ প্রকাশনা- আশরাফিয়া কুতুব খানা-রাশেদ কোম্পানী , দেওবন্দ ]

√ জিয়াউল কুলুব - বাংলা অনবাদ ১৩৯ পৃষ্ঠা।