উত্তর :শরিয়ত বিশেষজ্ঞ ইমামগণের মতে মুসলিম পুরুষের জন্য কবর জেয়ারত করা বিনাশর্তে সুন্নাত। তবে মেয়েদের ব্যাপারে ফোকহায়ে কেরামের ভিন্ন ভিন্ন মত রয়েছে।যেমন সাহেবে দুররুল মুখতার ইমাম আলাউদ্দিন খাছকপি হানাফী আলায়হির রাহমাহ সাধারণভাবে মহিলাদের জন্য কবর জেয়ারতকে বৈধ বলেছেন,তবে আপনজনদের কবরে গেলে অন্তর নরম হওয়ার কারণে মহিলারা বুক ফাঁটা আর্তনাদ করে এবং অধৈর্য হয়ে পড়ে।তাই তাদের জন্য কবর জেয়ারত নিষিদ্ধ।বযুর্গানে দ্বীনের মাযারে বরকত হাসিলের উদ্দেশ্যে বৃদ্ধ মহিলাগণ গমন করলে ক্ষতি নেই।তবে নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী কবর জিয়ারতের উদ্দেশ্যে ঘর হতে বের হওয়া মহিলাদের জন্য নিষেধ।যেহেতু তারা আপনজনদের কবর যিয়ারতে কবর যিয়ারতে ধৈর্যহীন ও অস্থির হয়ে পড়ে।আর বুযুর্গানে দ্বীনের মাযারে সীমালঙ্গন করে বসে যা বেয়াদবীর নামান্তর।
(দুররুল মুখতার,রুদ্দুল মুহতার ও ফতোয়ায়ে রজভীয়া)