@@ জ্ঞানহীন আলেম @@
হযরত আব্দুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন- “নিশ্চয় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের কাছ থেকে ইলমকে এক দফায় ছিনিয়ে নিবেন না। বরং আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলমের বিলুপ্তি ঘটাবেন। এমনকি যখন কোন আলেম অবশিষ্ট থাকবেনা, তখন লোকেরা মুর্খদেরকে নিজেদেরনেতা বানাবে। সুতরাং তারা ইলম ছাড়া ফাতওয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে”।
সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৪৫৭১,
বুখারী শরীফ, হাদিস নং-১০০,
সহীহ মুসলিম শরীফ, হাদিস নং-৬৯৭১,
মুসনাদুশ শিহাব, হাদিস নং-৫৮১,
আল মু’জামুল আওসাত, হাদীস নং-৫৫,
সুনানে ইবনে মাজাহ হাদীস নং-৫২,
সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৫২,
সুনানে দারেমী, হাদীস নং-২৩৯,
সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫৯০৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৬১১,
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৪২২,
মুসনাদে ইবনুল জিদ, হাদীস নং-২৬৭৭,
মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১৭
হযরত আব্দুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন- “নিশ্চয় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের কাছ থেকে ইলমকে এক দফায় ছিনিয়ে নিবেন না। বরং আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলমের বিলুপ্তি ঘটাবেন। এমনকি যখন কোন আলেম অবশিষ্ট থাকবেনা, তখন লোকেরা মুর্খদেরকে নিজেদেরনেতা বানাবে। সুতরাং তারা ইলম ছাড়া ফাতওয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে”।
সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৪৫৭১,
বুখারী শরীফ, হাদিস নং-১০০,
সহীহ মুসলিম শরীফ, হাদিস নং-৬৯৭১,
মুসনাদুশ শিহাব, হাদিস নং-৫৮১,
আল মু’জামুল আওসাত, হাদীস নং-৫৫,
সুনানে ইবনে মাজাহ হাদীস নং-৫২,
সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৫২,
সুনানে দারেমী, হাদীস নং-২৩৯,
সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫৯০৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৬১১,
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৪২২,
মুসনাদে ইবনুল জিদ, হাদীস নং-২৬৭৭,
মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১৭