NOTICE:- ------------------ ----------------- ---------------------------

শাইখুল মিল্লাত, হযরত শায়খ সা'দী রহমাতুল্লাহি আলাইহি ছোহবত বা সংসর্গের গুরুত্ব সম্পর্কে বলেন--


پسر نوح بابدای بنشست
خاندان نبوتش گم شد

سگ اصحاب كہف روزے چند
پاے نيكای گرفت مردم شد

অর্থ: হযরত নূহ আলাইহিস সালাম উনার ছেলে 'কেনান' খারাপ লোকদের ছোহবতে থাকার কারনে নবুওয়াতের খান্দান হারিয়ে নিয়ামত হতে বঞ্চিত হয়েছে।

আর আছহাবে কাহাফের কুকুর, নেক লোকদের ছোহবত বা সংসর্গ লাভ করার কারনে মানুষ হয়েছে। (অর্থাৎ বনি ইসরাঈলের গোমরাহ দরবেশ বালআম বিন বাউরার ছুরতে জান্নাতে যাবে)।"

দলীল-
√ গুলেস্তায়ে সা'দী /২৪

সূতরাং বোঝা গেল নেককার ব্যক্তিদের সংসর্গে গেলে নেককার হওয়া যাবে এবং বদকার লোকদের সংসর্গে গেলে সবকিছু ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যামানার লক্ষস্থল ওলী আল্লাহ উনাদের সোহবত মুবারকে যাওয়ার তৌফিক দান করুন।
আমীন !!!