NOTICE:- ------------------ ----------------- ---------------------------

165.হযরত আবু বকর (রাঃ) এর ন্যায়পরায়ণতা

★★হযরত আবু বকর (রাঃ) এর ন্যায়পরায়ণতা★★

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর স্ত্রীর
একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ।

পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন
তা থেকে একটু একটু
করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু
পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন…

খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’ আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর
(রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ
বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’

স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন
তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু
রাখলাম।

’ আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ!
তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রীয়
কোষাগারথেকে আমার এতটুকু না হলেও চলে…
আজ থেকে আমি এটুকু নেবো না।

’ আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয়
কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন
হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়- এই ঘটনা হল
সেটার একটা নমুনা।

আর আজকে দেখেন মাত্র পাঁচ বছরে সামান্য
এম পি দের কি অবস্থা! টাকা পয়সার পাহাড়
গড়েছে, কারন একটাই সেটা হচ্ছে কোরআনের
আইন নাই, মানুষের গড়া সংবিধান।

তাই আমরা চাই এই দেশ রক্ষা করতে,
কোরআনের আইন বাস্তবায়ন করতে। না হয় এই
দেশে কখনো দুর্নীতি ও চুরি কমবে না .