NOTICE:- ------------------ ----------------- ---------------------------

155.হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সকল নিয়ামতের বন্টনকারী |

মহান আল্লাহ পাক স্বীয় মাখলুকাতকে দুনিয়া ও আখিরাতে যত নিয়ামত দান করেছেন,করছেন ও করবেন তা সমস্তই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন , হজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসীলায় বা মাধ্যমে। অর্থাৎ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সকল নিয়ামতের বন্টনকারী |

এ প্রসঙ্গে হাদীস শরীফে এরশাদ মুবারক হয়েছে --

عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلي عليه و سلم من يرد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي

অর্থ : হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, তিনি বলেন, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরশাদ মুবারক করেন - আল্লাহ পাক যার ভালাই ( কল্যাণ) চান তাকেই দ্বীনের সহীহ বুঝ দান করেন। আর অবশ্যই আমি ( সমস্ত নিয়ামতের ) বন্টন কারী, আর মহান আল্লাহ পাক দান করেন !"

দলীল--
√ বুখারী শরীফ

√মুসলিম শরীফ

√ মিশকাত শরীফ-কিতাবুল ইলম-১ম পরিচ্ছেদ -১৮৯ হাদীস

√ কানযুল উম্মাল

শুধু তাই নয়, আল্লাহ পাক উনার প্রিয়তম হাবীব হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জান্নাতের মালিক বানিয়েছেন। তিনি যাকে ইচ্ছা তাকে নিয়ামত স্বরুপ জান্নাতে প্রবেশ করাতে পারেন।

এ প্রসঙ্গে হাদীস শরীফে এরশাদ হয়--

عن ابن مسعود رضي الله عنه ان النبي صلي الله عليه و سلم قال فاذا عملتم ذالك فلكم علي الله الجنة وعلي

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রদ্বিয়াল্লাহু আনহু বলেন, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাহাবয়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুগন উনাদেরকে বলেছেন - যখন তোমরা আমার কথা অনুযায়ী আমল করবে তখনই এর বিনিময়ে আল্লাহ পাক এবং আমি ( আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমাদের জান্নাত দান করবো !"

দলীল--
√ ত্বাবরানী শরীফ

√ কানযুল উম্মাল ১৬৩

√ মাযমাউয যাওয়ায়িদ ৬/৪৭

√ ইবনে আবী শায়বা

√ ইবনে আসাকীর

√ মাফাহীম ২০৪

উক্ত হাদীস শরীফ থেকে প্রমানিত হলো সকল নিয়ামতের মালিক হচ্ছেন হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। তিনি কায়িনাতের সব কিছু বন্টন করেন।