NOTICE:- ------------------ ----------------- ---------------------------

167.রাসূলুল্লাহ (সঃ)-এর ওযুর পানির মু'জিযা

♥♥ রাসূলুল্লাহ (সঃ)-এর ওযুর পানির মু'জিযা ♥♥
------------------------------------------------------------------------
ණ:আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় দেখলাম যে আসরের নামাযের সময় হয়েছে । তিনি উপস্থিত লোকদের নিকট পানি তালাশ করলে তারা পানি খুজে পেল না । একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ওযুর পানি নিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ পাত্রে মধ্যে নিজ হাতটা স্থাপন করলেন এবং সব লোককে তা থেকে ওযু করতে নির্দেশ করলেন । আনাস (রাঃ) বলেন, আমি লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলীর নিচ থেকে পানির ফোয়ারা ছুটছে । উপস্থিত লোকদের সবাই ওযু করল, কেউ অবশিষ্ট ছিল না। (সহীহ মুসলিম শরীফঃ- ৫৭৭৩, সুনান নাসাঈ শরীফঃ-৭৬) সুবহানাল্লাহ!!! সুবহানাল্লাহ!!! সুবহানাল্লাহ!!!