১. প্রথম ইমাম হযরত আলী(আঃ) ইতিপূর্বে চল্লিশ
হিজরীতে কুফার মসজিদে গুপ্তঘাতকের হস্তে
শাহাদত বরণ করেছেন।
২. ৫০ হিজরীতে মুয়াবিয়ার চক্রান্তে বিষ প্রয়োগে
শাহাদত বরণ করলেন দ্বিতীয় ইমাম হযরত হাসান
(আঃ)।
৩. তৃতীয় ইমাম হযরত হুসাইন (আঃ) ৬১ হিজরীতে
কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন।
৪. চতুর্থ ইমাম হযরত জয়নাল আবেদীন (আঃ)
উমাইয়া খলিফা আল উয়ালিদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
৫. পঞ্চম ইমাম হযরত বাকের (আঃ) উমাইয়া খলিফা
হিসামের সময়ে বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন
১১৪ হিজরীতে।
৬. ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদেক (আঃ) ১৪৮
হিজরীতে আব্বাসীয় খলিফা আল মনসুরের সময়ে
বিষ প্রয়োগে শাহাদত বরণ করে।
৭. সপ্তম ইমাম মুসা কাজেম(আঃ) ১৮৩ হিজরীতে
আব্বসীয় খলিফা হারুন আর রশীদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন ।
৮. অষ্টম ইমাম হযরত আলী রেজা (আঃ) ২০৩
হিজরীতে আব্বসীয় খলিফা মামুনের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
৯. নবম ইমাম হযরত আলী তকী(আঃ) ২২০ হিজরীতে
তৎকালীন আব্বসীয় খলিফা মুতাসিমের সময় বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
১০. দশম ইমাম হযরত আলী নকী(আঃ) ২৫৪ হিজরীতে
আব্বাসীয় খলিফা আল মুতামিদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
১১. একাদশ ইমাম হযরত হাছান আসকারী (আঃ) ২৬০
হিজরীতে আব্বাসীয় খলিফা আল মুতাজিদের
সময়ে বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন।
১২. দ্বাদশ ইমাম হযরত মেহেদী (আঃ) এখনো ধরাধামে আগমন করেন নাই। তিনি হলে আখেরি নবী খোদ খোদা পাক (দঃ) এর শেষ বংশধর আর সেই কারনে আখেরি নবীর উম্মতের মধ্যে আহলে বায়াত ই ইসলাম কায়েম করার জন্য এবং বাতিলদের কতল করার জন্য তিনি আগমন করবেন। তার আগমনের জন্য অপেক্ষায় আছে ১৮ হাজার মাখলুক।
হিজরীতে কুফার মসজিদে গুপ্তঘাতকের হস্তে
শাহাদত বরণ করেছেন।
২. ৫০ হিজরীতে মুয়াবিয়ার চক্রান্তে বিষ প্রয়োগে
শাহাদত বরণ করলেন দ্বিতীয় ইমাম হযরত হাসান
(আঃ)।
৩. তৃতীয় ইমাম হযরত হুসাইন (আঃ) ৬১ হিজরীতে
কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন।
৪. চতুর্থ ইমাম হযরত জয়নাল আবেদীন (আঃ)
উমাইয়া খলিফা আল উয়ালিদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
৫. পঞ্চম ইমাম হযরত বাকের (আঃ) উমাইয়া খলিফা
হিসামের সময়ে বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন
১১৪ হিজরীতে।
৬. ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদেক (আঃ) ১৪৮
হিজরীতে আব্বাসীয় খলিফা আল মনসুরের সময়ে
বিষ প্রয়োগে শাহাদত বরণ করে।
৭. সপ্তম ইমাম মুসা কাজেম(আঃ) ১৮৩ হিজরীতে
আব্বসীয় খলিফা হারুন আর রশীদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন ।
৮. অষ্টম ইমাম হযরত আলী রেজা (আঃ) ২০৩
হিজরীতে আব্বসীয় খলিফা মামুনের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
৯. নবম ইমাম হযরত আলী তকী(আঃ) ২২০ হিজরীতে
তৎকালীন আব্বসীয় খলিফা মুতাসিমের সময় বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
১০. দশম ইমাম হযরত আলী নকী(আঃ) ২৫৪ হিজরীতে
আব্বাসীয় খলিফা আল মুতামিদের সময়ে বিষ
প্রয়োগে শাহাদত বরণ করেন।
১১. একাদশ ইমাম হযরত হাছান আসকারী (আঃ) ২৬০
হিজরীতে আব্বাসীয় খলিফা আল মুতাজিদের
সময়ে বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন।
১২. দ্বাদশ ইমাম হযরত মেহেদী (আঃ) এখনো ধরাধামে আগমন করেন নাই। তিনি হলে আখেরি নবী খোদ খোদা পাক (দঃ) এর শেষ বংশধর আর সেই কারনে আখেরি নবীর উম্মতের মধ্যে আহলে বায়াত ই ইসলাম কায়েম করার জন্য এবং বাতিলদের কতল করার জন্য তিনি আগমন করবেন। তার আগমনের জন্য অপেক্ষায় আছে ১৮ হাজার মাখলুক।