NOTICE:- ------------------ ----------------- ---------------------------

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপদ মস্তক ছিল নূর


একদল চরম বাতিলপন্থী মুসলমান নামধারী মুনাফেক যারা আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুরা কাহাফের ১১০ নং আয়াত দিয়ে আমাদের মত মাটির তৈরী সাধারণ মানুষ বলে প্রমান করতে চায় ( নাউজুবিল্লাহ ) | কিন্তু হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নূরে মুজাস্সাম , নূরুন আলা নূর | নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপদ মস্তক ছিল নূর | সে জন্যই আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিসিম মোবারকের ছায়া ছিল না | এই প্রসঙ্গে আপনাদের খেদমতে সংক্ষেপে কিছু দলিল উপস্থাপন করছি |

ইমাম হাফেজ আবুল ফযল ক্বাযী আয়ায (রা)
বলেন- ﻭ ﻗﺪ ﺳﻤﺎﻩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻰ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻓﻘﺎﻝ ﺗﻌﺎﻟﻲ ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻭ ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ ﺍﻧﺎ ﺍﺭﺳﻠﻨﺎﻙ ﺷﺎﻫﺪﺍ ﻭ ﻣﺒﺸﻴﺮﺍ ﻭ ﻧﺬﻳﺮﺍ ﻭ ﺩﺍﻋﻴﺎﺍﻟﻰ ﺍﻟﻠﻪ ﺑﺎﺫﻧﻪ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻭ ﻗﺎﻝ ﻓﻰ ﻏﻴﺮ ﻫﺬﺍ ﺍﻟﻤﻮﺿﻊ ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻻﻇﻞ ﻟﺸﺨﺼﻪ ﻓﻲ ﺷﻤﺲ ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ ﺍﻟﺬﺑﺎﺏ ﻛﺎﻥ ﻻ ﻳﻘﻊ ﻋﻠﻰ ﺟﺴﺪﻩ ﻭ ﻻ ﺛﻴﺎﺑﻪ -
অর্থঃ নিশ্চয়ই আল্লাহ তায়া’লা কোরআন করীমে তাঁর নাম রেখেছেন নূর ও সিরাজুম্ মুনীর | যেমন তিনি ফরমায়েছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট হতে তোমাদের কাছে নূর ও স্পষ্ট
কিতাব এসেছে। আরো ফরমায়াছেন,
আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষীরূপে , আল্লাহরঅনুমক্রিমে তাঁর দিকে আহবানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপ (সিরাজুম মুনীর ) রূপে | নিশ্চয়ই তাঁর ছায়া ছিল না , না সূর্য়ালোকে না চন্দ্রালোকে কারণ তিনি ছিলেন নূর | তাঁর
শরীর ও পোশাক মোবারকে মাছি বসত না | (শিফা শরীফ খন্ড, পৃষ্ঠা ২৪২) |
ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻇﻞ ﻓﻲ ﺷﻤﺲ ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ - অর্থ : “সূর্য চন্দ্রের আলোতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
দেহ মোবারকের ছায়া পড়তোনা | কেননা তিনি ছিলেন ছিলেন আপদমস্তক নূর | (যুরকানী শরীফ ৪র্থ খন্ড, পৃষ্ঠা ২২০) |
প্রসিদ্ধ “নাওয়াদেরুল উছূল” কিতাবে হাদীছ শরীফ বর্ণিত আছে যে, হযরত হাকীম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি হযরত জাকওয়ান রহমতুল্লাহি আলাইহি থেকে বলেন ," নিশ্চয়ই সূর্য ও চাঁদের আলোতে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছায়া মোবারক দেখা যেত না |
“শরহে মাওয়াহেবুল লাদুন্নীয়া শরীফে”
উল্লেখ আছে, “চাঁদ ও সূর্যের আলোতেও হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছায়া মুবারক ছিল না | কেননা তিনি নূর ছিলেন |আর নূরের কোন ছায়া থাকে না |
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু
তায়ালা আনহু থেকে বর্ণিত , হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের “ছায়া মুবারক” ছিল না |তাঁর নূরের
উজ্জলতা সূর্য ও বাতির আলোর উপর প্রাধান্য লাভ
করতো | নবীজির নূর সমস্ত কিছুকে ছাড়িয়ে যেতো | (জামিউল ওসায়েল ফি শরহে শামায়েল ২১৭ পৃ মাওয়াহেবুল লাদুন্নীয়া ১০৫ পৃষ্ঠা )
এছাড়াও আরো অনেক প্রসিদ্ধ কিতাবগুলোতে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর ও উনার নূরের যে ছায়া মোবারক ছিলনা তা সুন্দর করে আলোচনা করা হয়েছে | এত শত শত সহি দলিলের পরেও কি বাতিলরা বলবে হুজুর মাটির মানুষ ? ( নাউজুবিল্লাহ )