.
আর হাদীস শরিফে আছে [মান লাম ইয়া'রিফ ইমামা জামানিহী ফাক্বাদ মাতা মিতাতাল জাহেলিয়্যা]
অর্থঃ যে ব্যাক্তি তাঁর জামানার ইমাম বা মোজাদ্দেদকে চিনতে পারেনি আর এ অবস্থায় সে মৃত্যু বরণ করলো, তবে তার মৃত্যু জাহেলদের মতো হলো। (আবু দাউদ শরীফ ও মেশকাত শরীফ)।
.
পবিত্র হাদিস শরিফের অন্য বর্ননায় উল্লেখ আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন "যারা মারা গেল অথচ বায়াত হলোনা সে যেন জাহিলদের মতো মারা গেল। (মুসলীম শরিফ ও মেসকাত শরীফ ৭ম খন্ড, ২৩৪, পৃঃ)
.
"যে ব্যাক্তি তার হাত (খলিফার) আনুগত্য থেকে সরিয়ে নেয় সে আল্লাহর সাথে এমন অবস্থায় দেখা করবে যে তার কাছে কোন প্রমাণ থাকবে না। আর যে ব্যাক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার কাধে খলিফার বাইয়াত থাকবে না, তার মৃত্যু হচ্ছে জাহেলিয়াত(যুগের) মৃত্যু "
[মুসলিম শরীফ]
.
"বনী ঈসরাইলকে শাসন করতেন নবীগণ, একজন নবীর মৃত্যুর পরে আসতেন আরেকজন নবী। আমার পরে আর কোন নবী আসেবেন না, আমার পরে আসবে খলিফা এবং তারা হবে সংখ্যায় অনেক।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, "আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন (এই ব্যাপারে) ?"
.
তখন তিনি উত্তর দিলেন, তোমরা তাদের একজনের পর আরেকজনের কাছে আনুগত্যের শপথ (বাইয়াহ) পূরণ করবে, তাদেরকে তাদের অধিকার দেবে এবং আল্লাহ তাদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। " [বুখারী শরীফ/মুসলিম শরীফ]