আরো
 ইরশাদ মুবারক হয়েছে--   عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول 
الله صلي الله عليه و سلم اني لست مثلكم   অর্থ- হযরত আব্দুল্লাহ ইবনে ওমর 
রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত। হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাদের অনুরুপ
 নই।"   দলীল-  √ বুখারী শরীফ - কিতাবুস সিয়াম - ১ খন্ড ২৬৩ পৃষ্ঠ   √ 
ফতহুল বারী ৪/১৬৪   হাদীস শরীফে আরো বর্নিত আছে-   عن ابي سعيد رضي الله 
عنه قال قال رسول الله صلي الله عليه و سلم اني لست كهيتكم   অর্থ : হযরত 
আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি ছুরতান বা আকৃতিগত ভাবেও 
তোমাদের মত নই।"   দলীল--  √ বুখারী ১/২৬৩   √ ফতহুল বারী ৪/১৬৫   আরো 
বর্নিত আছে-   عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و
 سلم ليكم مثلي   অর্থ- হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত,
 হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে 
আমার অনুরূপ কে রয়েছো ?   দলীল-  √ বুখারী শরীফ ১/২৬৩   √ ফতহুল বারী 
৪/১৬৭   উক্ত সহীহ হাদীস শরীফ থেকেই প্রমান হয়ে গেল, নবীজী নিজেই ফয়সালা 
করে দিলেন- তোমাদের কেউ আমার মত নয়, আমিও তোমাদের মত নই।  সুবহানাল্লাহ্ 
!!
হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সহিহ ভাবে কোরআন, হাদিস,ইজমা, কিয়াস,শরিয়ত, তরিকত মেনে চলার তাওফিক দান করুন-আমিন
সার্চ করুন
ক্যাটাগরি
- অজানা তথ্য (2)
 - অলৌকিক (1)
 - আযান (1)
 - আসহাবে কাহফ (1)
 - ইমাম (1)
 - ইলমে গায়েবে (7)
 - ইসলামের হুকুম (1)
 - ঈদে মীলাদুন্নবী (সাঃ) (2)
 - উসিলা (1)
 - এয়াযীদ (1)
 - কবর (1)
 - কোরআন (2)
 - খাজা গরীবে নেওয়াজ (2)
 - জানাযা নামাজ (1)
 - জান্নাত (3)
 - জাহান্নাম (2)
 - ডাক্তার (1)
 - তাবলীগ (1)
 - তাবিজ ও ঝাড়ফুঁক (1)
 - তাসাউফের অর্থ ও তাৎপর্য (1)
 - দাজ্জাল (1)
 - নাতে (সঃ) (1)
 - নামাজ (8)
 - নারীর পর্দা (1)
 - নূরনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (11)
 - বায়াত (5)
 - বেলায়াত ও কুরবাত (1)
 - ভিডিও (1)
 - মহাকবি শেখ সাদীর উপদেশ (1)
 - মা - বাবা (1)
 - মাজার (3)
 - মাযহাব (1)
 - মৃত্যু (2)
 - মেরাজুন্নাবী (2)
 - রওজা (2)
 - রমজান (1)
 - রসুলে পাক(দঃ)এর মুজেযা (1)
 - লা-মাযহাবী (2)
 - শবে বরাত (1)
 - শবে-মেরাজ (1)
 - সাহাবা (1)
 - সৈয়দ আহমদ বেরেলভী (1)
 - হাজের নাজের (1)
 - হাদীস (4)
 - হাসর (2)