NOTICE:- ------------------ ----------------- ---------------------------

বালক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম


১২ বছর বয়সে বালক মুহাম্মদ তার চাচা আবু তালিবের সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে সফর যাত্রা করেন ৷
সেখানে পৌঁছে যখন বিশ্রমাগারে অাশ্রয় নিলেন ইঞ্জিল কিতাবের বিশেষজ্ঞ বুহায়রা নামক একজন ক্রিষ্টান পাদ্রী উপস্থিন হন ৷ তিনি খুবই মনযোগে বালক মুহাম্মদ কে পর্যাবেক্ষণ পূর্বক আবু তালিব কে জিজ্ঞা করলেন
—বাচ্চা টা কে ?
আবু তালিব বললেন
—ও আমারই ছেলে ৷
পাদ্রী বললেন
—আসমানী কিতাবের নির্দেশনা অনুযায়ী বাচ্চাটার এতীম হওয়ারই তো কথা !
আবু তালিব অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন
— আপনি সত্য বলেছেন—এই বালক এতীম, আমি তার চাচা ৷ কিন্তু আপনি কীভাবে তা জনলেন?
এবার পাদ্রী বললেন
— আপনাদের এই ব্যবসায়ী কাফেলা যখন আসতে লাগল অনেক দূর থেকে আমার দৃষ্টিগুচর হয় ৷ দেখলাম একখন্ড মেঘ কাফেলার উপর ছায়াস্বরূপ সাথে সাথে আসছে ৷ তারপর ব্যপারটা আমি পর্যাবেক্ষণ করলাম, আমার বুঝতে বাকি রইল না— এই বালকের কারণেই মেঘ ছায়া দিচ্ছে ৷ যখন সে ডানে যায় মেঘ ডানে যায় আর যখন বাঁয়ে যায় মেঘও নড়েচড়ে সেদিকে যায় ৷
সুবহানাল্লাহ.......