NOTICE:- ------------------ ----------------- ---------------------------
Showing posts with label নাতে (সঃ). Show all posts
Showing posts with label নাতে (সঃ). Show all posts

নূর নবী শানে সাহাবীর অপূর্ব সুন্দর গজল


  হযরত খুরাইম ইবনে আউস ইবনে হারেসা ইবনে লাম রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম । তখন হযরত আব্বাস ইবনে আবদিল মুত্তালেব রদিয়াল্লাহু আনহু এসে তাঁকে বললেন যে, হে আল্লাহর রসূল ! আমি আপনার প্রশংসায় গজল পড়তে চাই । হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ফরমালেন, নিন ! আমাকে শোনান ! আল্লাহ তাআলা আপনার দাঁত ঠিক নিরাপদ রাখুন ! (যাতে ভাল গজল পড়তে পারেন) । তখন হযরত আব্বাস রদিয়াল্লাহ গজল পড়তে শুরু করলেন:
আপনার জন্ম যবে হলো দুনিয়ায়
নূরানী আলোর আভা চৌদিকে ছড়ায় ।
সুপথের দিশা পাই তারই ছটায়
আপনার অবদান পেয়েছে সবাই ।
[১. তাবরানী, আল-মুজাম আল-কবীর, ৪খন্ড:২১৩ পৃঃ, হাদিসঃ ৪১৬৭ ।
২. হাকেম, আল-মুস্তাদরক, ৩:৩৬৯, হাদিস: ৫৪১৭ ।
৩. আবু নঈম, হুরয়াতুল আউলিয়া, ১:৩৬৪ ।
৪. আয-যাহাবী, সিয়রু আ'লামি নাবালা, ২:২০১ ।
৫. ইবনুল জওযী, সিফাতুল সিফওয়া, ১:৫১ ।
৬. ইবনে আবদিল বির, আল-ইসতি আব, ২:৪৪৭, হাদিসঃ ৬৬৪ ।
৭. আল-আসকলানী, আল-ইসাবা, ২:২৭৪, হাদিস: ২২৪ ।
৮. আল-হায়সমী, মাজমাউয যাওয়ায়িদ, ৮:২১৭ ।
৯. আল-খাতাবী, ইসলাহু গালাতিল মুহদ্দিসীন, ১:১০১, হাদিস: ৫৭ ।
১০. ইবনে কুদামা, আল-মুগনী, ১০:১৭৬ ।
১১. ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া (আস-সিরাহ), ২:২৫৮ ।
১২. আস-সুয়ূতী, আল-খাসায়িস আল কুবরা, ১:৬৬ ।
১৩. আল-কুরতুবী, আল-জামি লি-আহকামিল কুরআন, ৩:১৪৬ ।
১৪. আল-হালবী, আস-সিরাহ, ১:৯২ ।]

Like · · · 162416 · 6 hours ago ·