খলীফাতুল মুসলিমিন,
বাবুল ইলম ওয়াল হিকাম হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু বলেন-- لم ارقبله و
لا بعده مثله অর্থ : আমি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার পূর্বে এবং পরে উনার মত আর কাউকে দেখিনি !" দলীল-- √ তিরমীযি শরীফ -
২য় খন্ড ২০৫ পৃষ্ঠা- হাদীস নম্বার ৩৬৩৭ বিখ্যাত ইমাম, ইমামে আযম,ইমামুল
আইয়িম্মা, তাবেয়ী, হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি বলেন--
والله ياسين مثلك لم يكن في العالمين وحق من انباك অর্থ - আল্লাহ পাক
উনার কসম ! হে ইয়াসিন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সারা জাহানে আপনার
কোন মেছাল নাই !" দলীল- √ কাসীদায়ে নু'মান লি ইমাম আবু হানীফা -৩৭ নং
পংক্তি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তুলনাতো
দূরের কথা পূর্ববর্তী ইমামগন উনাদের বয়োজৈষ্ঠ ইমামদের প্রসংশা করে কি বলেন
দেখেন ! ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি
উনাকে লক্ষ্য করে বলেন-- اشهد انه ليس في الدني مثلك অর্থ: আমি
সাক্ষ্য দিচ্ছি যে, পৃথিবীতে আপনার মেছাল বা আপনার মত আরেকজন নাই ! দলীল-
√ মীযানুল আখবার ৪৮ পৃষ্ঠা দেখুন, ছাহাবায়ে কিরাম,তাবেয়িন , ইমাম
মুস্তাহিদ রদ্বিয়াল্লাহু আনহুম ওয়া রহমাতুল্লাহি আলাইহি উনারা সবাই বললেন
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন মেছাল নাই, উনার
অনূরুপ কেউ নাই ! আর ওহাবী সম্প্রদায় এগুলা অস্বীকার করে নিজেদের মত বলে
প্রচার করছে। এথেকে কি বুঝা যায় ?