131. মক্কা ও মদীনা শরীফে, দাজ্জাল প্রবেশ করতে পারবে না



হযরত আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো ভূখণ্ড নেই, যা দাজ্জালের পদভারে মথিত হবে না। তবে মক্কা ও মদীনা শরীফে সে প্রবেশ করতে পারবে না। সে কোনো দিক দিয়ে মক্কা ও মদীনা শরীফে যাওয়ার সুযোগ পাবে না। যেদিকেই যাবে সেদিকেই ফেরেশতাগণকে সারিবদ্ধভাবে মক্কা ও মদীনা শরীফের হেফাযতে প্রহরারত থাকবেন।

[সহীহ বুখারী ১/২৫৩; ৭১২৪; ফাযাইলুল মদীনা ১/২৫৩; সহীহ মুসলিম, হাদীস ২৯৪২; মাজমাউয যাওয়াইদ ৩/৬৬০]
- সুবহানাল্লাহ -