32. হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষতের সংবাদ দিতেন



হযরত আমর ইবনে আখতব আল আনসারি (রাঃ) হতে বলেন, হযরত রাসূলে আকরাম আলাইহিস সালাম একদা আমাদের সংগে ফজরের ছালাত আদায় করিলেন অতঃপর মিম্বরে উঠিয়া সূদীর্ঘ ভাষন দিতে শুরু করিলেন|শেষ পর্যন্ত যোহরের ওয়াক্ত হইলে তশরিফ নামাইলেন এবং যোহরের সালাত আদায় করিলেন|পুনরায় মিম্বরে উঠিয়া আসর পর্যন্ত ভাষন দান করিলেন|আসরের সালাত আদায় করিয়া পুনরায় মিম্বরে উঠিয়া সূর্যাস্ত পর্যন্ত ভাষন দান করিলেন|এই সূদীর্ঘ ভাষনে কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব খবর আমাদেরকে তিঁনি দিলেন|

(মুসলিম শরীফের বরাতে মিশকাত শরীফ,পৃঃ ৫৪৩)

সুবহান আল্লাহ!!! এরকম আরও জানিতে নিচের লিঙ্ক থেকে দুটি কিতাব ডাউনলোড করে পড়ুন
১. http://www.mediafire.com/?545mi6dd8l5je83
২. http://www.mediafire.com/?n6ixbsfm0jxe68f